সাম্প্রতিক বছরসমূহের (3 বছর) প্রধান অর্জনসমূহ:
আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, রংপুর বিভাগ, রংপুর এর সহযোগীতায় জেলা খাদ্য নিয়ন্ত্রক, দিনাজপুর এর উদ্যোগের ফলে উল্লিখিত সময়ে বাজারে খাদ্যশস্যের সরবরাহ এবং বাজার মূল্য স্থীতিশীল ছিল। বিগত ৩ বছরে অভ্যন্তরীণ উৎস হতে মোট ৫.৭৩ লাখ মে.টন খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে। এছাড়া প্রায় ১.৭৭ লাখ মে.টন খাদ্যশস্য (চাল ও গম) সামাজিক উন্নয়নমূলক খাতসহ বিভিন্ন খাতে বিতরণ করা হয়েছে। কৃষকদের অধিক হারে প্রণোদনা প্রদানের লক্ষ্যে ০.৫৬৫ লাখ মে.টন ধান সরাসরি কৃষকের নিকট হতে ক্রয় করে কৃষকের ব্যাংক একাউন্টে ধানের মূল্য পরিশোধ করা হয়েছে। হতদরিদ্র জনসাধারণকে স্বল্পমূল্যে খাদ্য সহায়তা দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক খাদ্য বান্ধব কর্মসূচি গৃহীত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে বিভাগে প্রায় ১.৩৬ লাখ পরিবারকে বছরের ৫ মাস (মুজিব বর্ষ উপলক্ষ্যে গত অর্থবছরে ৬ মাস) প্রতি কেজি চাল মাত্র ১০ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল সরবাহ করা হচ্ছে। এছাড়াও করোনা ভাইরাস (কভিড-১৯) উপলক্ষ্যে বিশেষ ওএমএস খাতে ১০ টাকা কেজিতে ২০ কেজি করে সাময়িক কর্মহীন মানুষের মাঝে কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে। দিনাজপুর জেলাধীন প্রতিটি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, দিনাজপুর সিএসডি ও এলএসডিতে ১টি করে এবং জেলা অফিসে ৪টি করে ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, স্কানার ও ইউপিএস স্থাপণ করা হয়েছে। বর্তমান সরকারি খাদ্য গুদামের ধারণক্ষমতা ০.৯১ লাখ মে.টনে উন্নীত করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS