Wellcome to National Portal
Main Comtent Skiped

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়,  দিনাজপুরের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম 


Citizen’s Charter

 

 

সিটিজেন চার্টারঃ

 

জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর

 

* খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের দিক নির্দেশনা বিষয়ে ব্যবস্থা গ্রহণ;

 

* তাঁর আওতাধীনে ওএমএস বরাদ্দ/বিলির আদেশ পরিমাণ এবং বিক্রি মূল্য সংশ্লিষ্টদের অবহিত করণ;

 

 

* তাঁর জেলায় চাল ও গম এর বাজার দর সংগ্রহ পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করণ ও নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেয়া;

 

* সংগ্রহ বিনির্দেশসহ তাঁর জেলার জন্য সংগৃহীতব্য খাদ্যশস্যের পরিমাণ/ক্রয়ের মূল্য/ক্রয়ের স্থান নির্ধারণ পূর্বক তা যথাযথভাবে প্রচার ও নোটিশ বোর্ডে উপস্থাপন।

 

* অধীনস্থ কর্মচারীদের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিতকরণের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা, তাঁদেরকে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা;

 

* চালকল আদেশ/২০০৮ অনুযায়ী তাঁর জেলাধীন চালকলের লাইসেন্স প্রদান, নবায়নের ব্যবস্থা গ্রহণ, নমুনা নোটিশ বোর্ডে উপস্থাপন করা।

 

 

* Control of Essential Commodities Act’1956এর সেকশন-৩ এ প্রদত্ত ক্ষমতাবলে জারীকৃত এসআরও নং-১১২-আইন ও ১১৩-আইন/২০১১ তাং-২১ বৈশাখ ১৪১৮/৪ মে ২০১১ মোতাবেক খাদ্যশস্য/খাদ্যসামগ্রী যথা-ধান, চাল, গম ও গমজাত দ্রব্য, ভোজ্য তৈল (সয়াবিন ও পামওয়েল), চিনি ও ডাল ক্রয়-বিক্রয় বা বিক্রয়ার্থে গুদাজাত করণের জন্য খাদ্যশস্য লাইসেন্স প্রদান করা।

 

* বিভিন্ন মৌসুমে সরকারী সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চালকল মালিকদের সঙ্গে চুক্তির তারিখ, চুক্তির সময়, চুক্তির বিভিন্ন দিক নোটিশের মাধ্যমে অবহিত করণ ও ব্যবস্থা গ্রহণ।

 

 

* আওতাধীন জেলা বিভিন্ন স্থাপনায় নির্মাণ ও সংস্কারের তালিকা নোটিশ বোর্ডে উপস্থাপন করা।